Bologna kothay tumi by arfin rumey song
Bolona Kothay Tumi Argument (বলোনা কোথায় তুমি) By Arefin Rumey & Kheya
বলোনা কোথায় তুমি – Bolona Kothay Tumi Bangla Song Lyrics. This song Singing by Arefin Rumey & Kheya. Music Composed by Arefin Rumey. That is a Fantastic song. Everyone longing have a lot of fun pay attention to this song. I hope, every one will find peace by listening cause somebody to the song. This song Publish “Sangeeta Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got drench by this website.
Song Information:
Song: Bolona Kothay Tumi – বলোনা কোথায় তুমি
Singer: Arefin Rumey
Co-Artist: Kheya
Lyrics: Anurup Aich
Label – Sangeeta
বলোনা কোথায় তুমি লিরিক্সঃ
বলোনা কোথায় তুমি
এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি
আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়
রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে
মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে
ও.. কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও
হাতে হাত রেখে ছুঁয়ে দাওনা আমাকে
মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে
ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
Bolona Kothay Tumi Angry exchange By Arefin Rumey & Kheya
Bolona kothay tumi
Ebuke acho kon pashe
Bolona kothay tumi
Acho ki mishe nishashe
Moner ghore joton kore
Tomay rekhichi apon kore
Valobasha diye tumi dao rangiye
Ekon preme nile joriye
Jochona namao tumi hridoy anginay
Amar prithibi sajao modhu purnimay
Rat sheshe seek namao koto valobeshe
Saradin joriye rakho sukheri abeshe
Tumi acho bole fagun ase kole